নাশকতার চেষ্টা করলে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা

16/06/2015 6:11 pmViews: 5
নাশকতার চেষ্টা করলে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা

 ১৬ জুন, ২০১৫

হরতালের নামে দেশে নাশকতার চেষ্টা করলে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, তারা (জামায়াত) হরতাল ডাকলেও নাশকতা চালানোর মতো তাদের অবস্থান নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে দলটি।

মঙ্গলবার রাজশাহী নগরীর উপকণ্ঠ নওহাটায় নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও রাজশাহী জেলা সমাবেশে বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।

আনসারদের ভাতা বৃদ্ধির চেষ্টা চলছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, গ্রাম উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা ব্যাপক। আনসার বাহিনীর সমস্যা সমাধানে সরকার সচেষ্ট। তাদের ভাতা বৃদ্ধির চেষ্টা চলছে।

তিনি বলেন, সম্প্রতি জামায়াত-বিএনপির নাশকতার সময় আনসার বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ রক্ষা করেছেন। তাই সকল জটিলতা কাটিয়ে আনসার বাহিনীকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বর্তমান সরকার।

আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি ও উপ মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল একেএম আসিফ ইকবাল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply