নার্গিস আজহার’র স্ত্রী হচ্ছেন না

25/05/2015 12:22 pmViews: 6
আজহার’র স্ত্রী হচ্ছেন না নার্গিস

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘আজহার’- এ অভিনয় করছেন না বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।

মুভিটিতে অভিনয় করছেন বলে বেশ কিছুদিন ধরেই নার্গিস ফাখরি সংবাদের শিরোনামে ছিলেন। শোনা যাচ্ছিল, আজহারউদ্দিনের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এই খবরকে গুজব বলে অভিহিত করেছেন মুভিটির প্রযোজক একতা কাপুর। এসব গুজবে একতা কাপুর এতই বিরক্ত যে তিনি বলেই ফেলেছেন, ‘আমার মনে হয় সাংবাদিকরা এমন সব অদ্ভুত স্বপ্ন দেখে এবং পরের দিন তা ছাপিয়ে দেয়।’

উল্লেখ্য, মোহাম্মদ আজহারউদ্দিনের বায়োপিকে তার পুরো জীবন উঠে আসবে বলেই জানা গেছে। মুভিটিতে আজহারউদ্দিনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইমরান হাশমি।

Leave a Reply