নারী বিষয়ক সম্মেলন: দিল্লী গেছেন স্পিকার শিরীন শারমিন
জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েল্থ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী ‘ন্যাশনাল কনফারেন্স অব উইমেন লেজিসলেটরস’-এ যোগ দিতে বৃহস্পতিবার নয়াদিল্লী গেছেন।
বৃহস্পতিবার শুরু হওয়া এই সম্মেলন চলবে ৭ মার্চ পর্যন্ত। এছাড়াও তিনি প্যানেলিস্ট হিসেবে প্লেনারি সেশনসহ ‘উশারিং ইন এ নিউ এরা অব সোস্যাল ডেভেলপমেন্ট’ এবং ‘কনট্রিবিউটিং টু ইকোনমিক ডেভেলপমেন্ট’ শীর্ষক সেশনেও অংশগ্রহণ করবেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে শিরীন শারমিন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং লোকসভার স্পিকারসহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে ৭ মার্চ স্পিকারের ঢাকায় ফেরার কথা রয়েছে। স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিব ড. আবদুর রব হাওলাদারসহ কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।