নারী পুলিশ গণধর্ষণ: এএসআই কলিমুর রিমান্ডে

18/06/2015 5:13 pmViews: 7
নারী পুলিশ গণধর্ষণ: এএসআই কলিমুর রিমান্ডে

 ১৮ জুন, ২০১৫

খিলগাঁওয়ে তুরাগ থানার নারী পুলিশ সদস্যকে গণধর্ষণের প্রধান আসামি এএসআই কলিমুর রহমানকে তিন দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে এএসআই কলিমুরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আলম মিয়া। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১০ জুন রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় একটি বাসায় তুরাগ থানায় কর্মরত ওই নারী কনস্টেবলকে গণধর্ষণ করে তার সাবেক স্বামী কলিমুর ও তার বন্ধুরা। ধর্ষণের এক সপ্তাহ পর গতকাল বুধবার সকালে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে কালিমুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

এদিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক পরীক্ষায় ওই নারী পুলিশ সদস্যকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ফরেনসিক বিভাগ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, ২০১১ সালে খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কলিমুর রহমানের সঙ্গে ওই নারী কনস্টেবলের বিয়ে হয়। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

এএসআই কালিমুর বর্তমানে পুলিশের স্পেশাল সিকিউরিটি এ্যান্ড প্রটেকশান ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত।

Leave a Reply