নারী ডাক্তার নিয়োগ দিয়ে অব্যাহতি পেলেন স্বাস্থ্য মহাপরিচালক
ঢাকা: ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় দেশের সব সরকারি হাসপাতালে নারী ডাক্তার নিয়োগের নির্দেশ বাস্তবায়ন করায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালক।
রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রুলের নিষ্পত্তি করে ওই অব্যাহতি দেন।
এরআগে গত বছরের ১৬ এপ্রিল সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় নারী চিকিৎসক, নার্স ও এমএলএসএস নিয়োগের নির্দেশ দেন আদালত ।
আদালতের ওই নির্দেশ বাস্তবায়ন না করায় গত ২ এপ্রিল আদালত অবমাননার রুল জারিসহ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে সশরীরে হাজির হয়ে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতের নির্দেশ মেনে রোববার স্বাস্থ্য মহাপরিচালক আদালতে হাজির হন।
আদালতে হাজির হলে বিচারক তার উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের ডাকতে চাই না। আপনারাও ব্যস্ত মানুষ।
এসময় মহাপরিচালক বলেন, আমি নতুন নিয়োগ পেয়েছি। মাত্র একমাস হলো।
আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, আদালতের আদেশ মোতাবেক নারী ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। বিচারক প্রশ্ন করেন, এতো ডাক্তার পেলেন কোথায়?
জবাবে তিনি বলেন, যেখানে যেভাবে পেয়েছি সেভাবে নারী ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে এবং আদালতের আদেশ বাস্তবায়নের সব অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছি।
পরে আদালত মহাপরিচালককে বলেন, আপনারা তদারকি করবেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের এপ্রিলে একটি জাতীয় দৈনিকে ‘ঢাকা মেডিকেলে ফরেনসিক বিভাগ, নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফরেনসিক মেডিসিন বিভাগে ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষা করেন পুরুষ চিকিৎসক। ওই চিকিৎসককে সহায়তা করেন পুরুষ ওয়ার্ড বয়। দেশের সবচেয়ে গৌরবময় চিকিৎসা প্রতিষ্ঠানে ধর্ষণের প্রমাণপত্র নিতে এসে নারীকে চরম লজ্জা আর অপমানের মুখোমুখি হতে হয় প্রায়ই।’
এ প্রতিবেদনটি একই বছরের ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী বিএম ইলিয়াস কচি, জ্যোতির্ময় বড়ুয়াসহ কয়েকজন আইনজীবী আদালতের নজরে আনেন।