নারীদের নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য
নারীদের নিয়ে রিপাবলিকার দলের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের করা অশালীন মন্তব্যের ভিডিও প্রকাশ পেয়েছে। শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে তৈরি ঐ ভিডিওটেপটি প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, টেলিভিশন উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্যে করে ট্রাম্পকে বলতে শোনা গেছে, তারকা হলে নারীদের সাথে যা খুশি তাই করা যায়।
ভিডিওটিতে ট্রাম্প একজন বিবাহিত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার এবং অন্যান্য নারীদের চুমু দেয়ার কথা বলে বড়াই করছিলেন।
তিন মিনিটের অধিক এই কথোপকথনটির প্রায় পুরোটা জুড়েই ছিল অশ্লীল কথাবার্তায় পূর্ণ।
অতিশয় নোংরামি পূর্ণ কথাবার্তায় পরিপূর্ণ।
ভিডিও টেপটি প্রকাশিত হবার পর ফেসবুকে একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ট্রাম্প। তিনি বলেেছেন, আমি এটা বলেছি, আমি ক্ষমা চাচ্ছি। আমি অঙ্গীকার করছে আমি একজন ভাল মানুষ হয়ে উঠব। অধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু থেকে মানুষের মনোযোগ সরানোর জন্য এটা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
মার্কিন সময় শুক্রবার সন্ধ্যায় প্রথম এই ভিডিওটেপটি প্রকাশিত হওয়া পর সিনিয়র রিপাবলিকানরা ট্রাম্পের কঠোর নিন্দা করেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে দেয়া নিমন্ত্রণ পর্যন্ত বাতিল করছেন তারা।এ ঘটনায় এখন খোদ রিপাবলিকান পার্টির সিনিয়র নেতারা পর্যন্ত এখন নিন্দা জানাচ্ছেন।
মার্কিন নির্বাচনের মোটে এক মাস বাকি থাকতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর এই ভিডিওটেপটি দলটিকে বেশ বেকায়দায় ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর এমন সময় এই ভিডিও টেপটি বের হল যখন হিলারি ক্লিনটনের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় দফা সরাসরি টিভি বিতর্ক আসন্ন। খবর: বিবিসি।