নারীদের নিরাপত্তায় ‘নির্ভীক’ রিভলবার
নয়া দিল্লি: নারীদের আত্মরক্ষার জন্য ভারতের বাজারে এল ‘নির্ভীক’ রিভলবার। ২০১২ সালের ডিসেম্বর মাসে ঘটে যাওয়া দিল্লি বাস ধর্ষণের কথা মাথায় রেখে ও নির্ভয়াকে স্মরণ করেই ‘নির্ভীক’ নামে আগ্নেয়াস্ত্র তৈরি করেছে কানপুরের ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি।
হালকা ওজনের রিভলবারটি দশমিক ৩২ বোরের। বিশেষ এই আগ্নেয়াস্ত্রের ডিজাইনও করা হয়েছে শুধু নারীদের জন্য। ৫০০ গ্রাম ওজনের রিভলবারটি ভারতের প্রথম হ্যান্ডগান, যার মূল্য মাত্র এক লাখ ২২ হাজার ৩৬০ টাকা। নির্ভীক রিভলবারটি বাজারে আসে ৬ জানুয়ারি। আর ইতিমধ্যে বুকিং তালিকায় ২০ জনের নাম উঠে গেছে।
ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার আবদুল হামিদ জানান, বাজারে আসতে না আসতেই এই রিভলবার মন জয় করে নিয়েছে ভারতীয় নারীদের। এটি এমনই ছোট ও হালকা রিভলবার, যা অনায়াসেই পার্স ও হ্যান্ডব্যাগের মধ্যে পুরে নেয়া যায়। ফলে আলাদাভাবে বহন করার কোনো ভাবনা-চিন্তা করতে হবে না।
তবে নারীদের জন্য রিভলবার তৈরি করা নিয়ে অনেকেই নানা কথা বলেছেন। তাদের দাবি, এই রিভলবারে বদলাবে না নির্যাতিতা নারীর সংখ্যা। নারীরা যেভাবে প্রতিনিয়ত পুরুষদের লালসার শিকার হচ্ছেন, তাতে শুধু রিভলবারে কাজ হবে না। সমাজে নারীদের সুরক্ষার জন্য বদলাতে হবে তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি। আর এতেই সুরাহা মিলবে বলে আশা করছেন অনেকেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।