নারায়ণগঞ্জ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির
আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে অনুষ্ঠিত হয় সেজন্য নির্বাচনের সময়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জ যেহেতু গডফাদারদের শহর হিসেবে পরিচিত ফলে বিএনপি অবশ্যই চায় সেখানকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী মোতায়েন করা হোক। অন্যথায় ভয়ে, আতঙ্কে থাকবে ভোটাররা। তারা ভোট দিতে পারবে না।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পক্ষ থেকে রিজভী এ দাবি জানান। স্বাধীনতা ফোরাম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
রিজভী বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেখান থেকে পালিয়ে আসাদের নিরাপত্তা দেয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব। কিন্তু সরকারের সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই। বিএনপি মিয়ানমার প্রসঙ্গে ক্ষমতাসীন সরকারের নির্বিকার থাকার তীব্র নিন্দ জানায়।