নারায়ণগঞ্জে ৫ খুন মামলার আরো ২ আসামি গ্রেফতার

19/01/2016 3:13 pmViews: 8
নারায়ণগঞ্জে ৫ খুন মামলার আরো ২ আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৫ খুন মামলায় সন্দেহভাজন আরো দুই আসামিকে শরীয়তপুরের ডামুড্যা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে ডামুড্যা থানা পুলিশের সহযোগিতায় নারায়াণগঞ্জ থানার ওসি তদন্ত মো. শাহজালাল তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ডামুড্যা উপজেলার চর সিধঁলকুড়া গ্রামের শওকত শাহজাহানের স্ত্রী নাজমা বেগম ও তার মেয়ে শাহিনা আক্তার। গ্রেফতারকৃতদের ওই রাতেই নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ মো. আশরাফুল আমিন বলেন, নারায়ণগঞ্জের ৫ খুন মামলার সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের তাৎক্ষণিক নারায়ণগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়। আটককৃত ছয়জনের মধ্যে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়াও তাসলিমার ভাগ্নে শাহজাদাসহ সন্দেহভাজন ছয়জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পরে মাহফুজকে রিমান্ডে নেয় তারা।

উল্লেখ্য, শনিবার রাতে ২নং বাবুরাইল এলাকার প্রবাসী ইসমাইল হোসেনের ১৩১/১১নং বাড়িতে একই পরিবারের পাঁচজন খুন হন। তারা হলেন- তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া বেগম (২৫)।

Leave a Reply