নারায়ণগঞ্জে ৩ মার্কেট ভস্মীভূত: কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের দেওভোগে কাটা কাপড়ের তিনটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০০ দোকান পুড়ে ভস্মীভূত হয়। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার ভোর ৪টার দিকে ২নং রেলগেট সংলগ্ন কাপড় মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত। দোকানগুলোতে কাপড় থাকায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
মার্কেটের লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কাপড়ের কারণে আগুন ছড়িয়ে পড়ায় ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া বন্দর স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে টিনসেড ঘর ও কাপড়ের কারণে দমকল বাহিনীকেও আগুন নিভাতে বেশ বেগ পেতে হয়। এর মধ্যে ধোঁয়ার কারণে মার্কেটের ভেতরে তারা প্রথমে প্রবেশ করতে পারেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজ হোসেন জানান, তিনটি মার্কেটের ৪০০ দোকান ঘরের মধ্যে প্রায় ৩০০ দোকান ঘর পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করেন তিনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে সকল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে।
তিনি আরো জানান, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া বেশিরভাগ পোশাক আসন্ন রোজা ও ঈদ উপলক্ষে মজুদ করা ছিল।