নারায়ণগঞ্জে ২ সন্তানসহ মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে ২ সন্তানসহ মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ উপজেলাধীন সিআইখোলা এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলায় এক গৃহবধূ ও তার দুই কন্যা সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামী সুমন মিয়াকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই বাড়ির ভাড়াটিয়া সুমন মিয়ার স্ত্রী নাসরিন (২৮) এবং তার ৬ বছরের মেয়ে নুসরাত ও ২ বছরি মেয়ে খাদিজা।
সিদ্ধিরগঞ্জ থানার ইনপেক্টর (তদন্ত) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের হিসাবে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হয়েছে। স্বামী সুমন মিয়া সানারপার এলাকার একটি পেট্রোলপাম্পের কর্মচারী। রাত্রিকালীন ডিউটি শেষে তিনি বাড়ি ফেরার পর এই ঘটনা ঘটে। সুমন মিয়া বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় এক শিশুকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।