নারায়ণগঞ্জে ময়দার মিলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

20/11/2020 5:04 pmViews: 18

নারায়ণগঞ্জে ময়দার মিলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

নিহত রাজুর লাশ নিয়ে গেছে পরিবার – ছবি : নয়া দিগন্ত


নারায়ণগঞ্জের বন্দরে একটি ময়দার মিলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাঁশের মাচা ভেঙ্গে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা একটার দিকে বন্দরের নবীগঞ্জ আকিজ ফ্লাওয়ার মিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বন্দরের একরামপুর এলাকার পান্না সিরাজের ভাড়াটিয়া কুদ্দুস গাজীর ছেলে রাজু (২৫) ও ফতুল্লার কাইয়ুমপুর এলাকার জসিম উদ্দিনের ভাড়াটিয়া অনীল চন্দ্র দাসের ছেলে অন্তর (১৮)।

প্রত্যক্ষদর্শী কারখানার শ্রমিক ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে আকিজ ফ্লাওয়ার মিলের আটা-ময়দা রাখার খালি ট্যাংক পরিষ্কার করার জন্য ভিতরে প্রবেশ করেন দুই শ্রমিক। বাঁশের মাচায় উঠে কাজ করার সময় হঠাৎ মাচাটি ভেঙ্গে যায়। এতে দুই শ্রমিক নিচে পড়ে গিয়ে আটকা পড়েন।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আকিজ সিমেন্ট কারখানার কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টায় প্লেট কেটে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলে একজন মারা যায়। অপরজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

নিহত রাজুর স্ত্রী ইতি আক্তার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে স্বামীর লাশ নিয়ে গেছেন। তবে অন্তরের লাশ নিতে সন্ধ্যা পর্যন্ত কেউ আসেনি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূইয়া জানান, বন্দরের নবীগঞ্জের আকিজ ফ্লাওয়ার মিলের ময়দা রাখার বিরাটাকায় ট্যাংক পরিষ্কারের জন্য দুই শ্রমিক ভিতরে প্রবেশ করেন। সম্ভবত অক্সিজেন স্বল্পতার কারণে অসুস্থ হয়ে পড়েন তারা। হাসপাতালে নেয়ার পথে এক শ্রমিক মারা যান। পরে আরো একজন মারা গেছেন।

Leave a Reply