নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
নারায়ণগঞ্জে নিহত যুবদলকর্মী ছিলেন মিছিলের সামনের সারিতে
নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী শাওন প্রধান নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ডোরাকাটা সাদা রঙের টি-শার্ট ও কালো জিনস পরিহিত শাওন যুবদলের মিছিলে সামনের সারিতে ছিলেন।
বৃহস্পতিবার সকালে শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শাওন নামে যুবদলের ওই কর্মী গুলিবিদ্ধ হন। পরে শাওনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় যোগ দিতে বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবদল নেতাদের সঙ্গে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গিয়েছিলেন শাওন। এরপর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন। তবে তিনি কার গুলিতে নিহত হয়েছেন, তা জানা যায়নি।
শহরের গুলশান সিনেমা হলের সামনে শাওন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন শাওনের লাশ নিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আসা যুবদলের দুজন কর্মী। নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন বলেন, ডিআইটি আলী আহাম্মদ চুনকানগর মিলনায়তনের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ২ নম্বর রেলগেটের দিকে যাচ্ছিলাম। এ সময় সংঘর্ষ শুরু হলে আমরা গুলশান সিনেমা হলের সামনে অবস্থান নেই। সেখানেই একটি গুলি এসে শাওনের বুকের বাঁ পাশে লাগে। শাওন মাটিতে লুটিয়ে পড়লে অন্য নেতা-কর্মীরা পালিয়ে যান। পরে তাকে আমরা হাসপাতালে নিয়ে আসি।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শাওন মারা যায়। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।