নারায়ণগঞ্জে জুতার গোডাউনে আগুন

17/01/2014 9:35 pmViews: 11

নারায়ণগঞ্জে জুতার গোডাউনে আগুন
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার তালতলায় একটি জুতা গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে গেছে ওই গোডাউনে থাকা জুতা তৈরির সরঞ্জাম প্লাস্টিক, চামড়া, রেকসিন। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খরব পেয়ে ম-লপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা তালতলা এলাকায় ঢাকা ব্যাংকের বিপরীত দিকে পাঁচ তলা দালানের একটি জুতা তৈরি কারখানার তৃতীয় তলায়  গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় গোডাউনটি বন্ধ ছিল।

কারখানার মালিক তোফাজ্জল হোসেন তালুকদার বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মমতাজ আহম্মেদ জানান, আগুনের খরব পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply