নারায়ণগঞ্জে উজ্জল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড
নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় পিতা পুত্রসহ ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৬ নারীকে খালাস প্রদান করা হয়েছে।
সোমবার সকালে ফতুল্লার চানমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডিত ৩ জন পলাতক ছিল। দন্ডিতরা হলো- নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার আবুল কাশেম (৫০) তার ছেলে সুজন (২৪) একই এলাকার কালু (৪৮) তার ছেলে আজমান (২৬)। এদের
মধ্যে সুজন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সুজনকে ৩২৪ ধারায় আরও তিন বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।
খালাস প্রাপ্তরা হলেন- আনার বেগম, আংগুরী বেগম, মুক্তি বেগম, লিপি, পারভিন ও মালেকা।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রশিকিউটর আব্দুর রহিম জানান, ২০১২ সালের ১৬ জুন সোনাকান্দা বাজারে একই এলাকার লুৎফর রহমান পারুর দুবাই প্রবাসি ছেলে উজ্জলের (২৭) কাছ থেকে একই এলাকার সুজন একটি ম্যাচ লাইট জোর করে নিয়ে যায়।
এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে অন্যান্য আসামিরা মিলে উজ্জলকে কুপিয়ে হত্যা করে। মামলায় ৩০২/৩৪ ধারায় ৪ জনকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।