নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল আইনে আইভীর মামলা

06/01/2021 1:02 pmViews: 27

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল আইনে আইভীর মামলা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল আইনে আইভীর মামলা

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী। সোমবার দুপুরে মেয়র আইভী সাইবার ট্র্যাইবুন্যালে ঐ মামলার আবেদন করেন। মামলার আর্জি দেওয়ার সময় মেয়র আইভী আদালতে উপস্থিত ছিলেন।

বিচারক জগলুর হোসেনের আদালত আইভীর আর্জি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। আগামী ৮ ফেব্রুয়ারি মামলার শুনানি হবে। মামলায় অপর আসামি কানাডা প্রবাসী প্রদীপ দাস। তিনি মূলত ‘হিন্দুস লাইভস মেটারস’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। মামলায় অভিযোগ করা হয়, মেয়র আইভী একজন উপমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত। প্রদীপ দাসের পরিচালনাধীন ‘হিন্দুস লাইভস মেটার্স’ নামের ইউটিউব চ্যানেলে খোকন সাহা ও প্রদীপ দাস মিলে আগামী মেয়র নির্বাচনকে সামনে রেখে মেয়রের ভাবমূর্তি নষ্ট করতে খোকন সাহা মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর মানহানিকর বক্তব্য প্রচার করছেন। এতে মেয়র ও রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ঐ ভিডিওতে পরিকল্পিতভাবে তাকে জড়িয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন, অপমান অপদস্ত করা এবং রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করারও অভিযোগ করেছেন মেয়র আইভী। কথিত জিউস পুকুর দেবত্তর সম্পত্তি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে বিচারাধীন মামলায় আইভী কোনো পক্ষ না। ফলে প্রদীপ ও খোকন সাহা মিলে মেয়রকে অপমান অপদস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে ডিজিটাল আইনে দণ্ডনীয় অপরাধ করছেন। এ বিষয়ে খোকন সাহা বলেন, ‘তার (মেয়র) দুই ভাই, মা, আত্মীয়স্বজনরা জাল দলিল করে এই সম্পত্তি দখল করেছেন। এইটাই আমি বলতে চেয়েছিলাম।’

Leave a Reply