“নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানে পেট্রলবোমা হামলা : দগ্ধ ৬”
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পিকআপ ভ্যানে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় পিকআপ ভ্যানে থাকা ৬ জন যাত্রী দগ্ধ হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আব্দুস সালাম (৩০), কবির হোসেন (২৮), সোহেল (২৫), হেলাল (২৭), বিল্লাল (২৫), রাশেদ (২৪)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, পেট্রলবোমা নিক্ষেপকারীদের আটকের চেষ্টা চলছে