নাদিম হত্যায় দায়ীদের বিচার দাবি মার্কিন দূতাবাসের

18/06/2023 11:37 pmViews: 3

সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই হত্যাকাণ্ডের ব্যাপারে দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র বলেন, এ ঘটনার ব্যাপক, পক্ষপাতহীন এবং স্বচ্ছ তদন্তের প্রত্যাশা করি আমরা। একই সঙ্গে সাংবাদিক নাদিমের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করি। তিনি আরও বলেন, মুক্ত সংবাদ মাধ্যম এবং গণতন্ত্রের দাবি শারীরিক বিপদ, হয়রানি অথবা ভীতিহীনভাবে সাংবাদিকররা অনুসন্ধান এবং রিপোর্ট করতে পারবেন।

Leave a Reply