‘নাজমুল হুদা বিলুপ্ত করার কে?’
স্টাফ রিপোর্টার: বিএনএফকে বিলুপ্ত ঘোষণার বিষয়ে দলটির বর্তমান প্রধান আবুল কালাম আজাদ জানিয়েছেন, তিনি দলটির বৈধ প্রধান। ব্যারিস্টার নাজমুল হুদা বিলুপ্ত ঘোষণার কে?। আজ বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ব্যারিস্টার নাজমুল হুদা বিএনএফকে বিলুপ্ত ঘোষণা করেন। তিনিই এই দলটির প্রতিষ্ঠা করেছিলেন।
এ বিষয়ে বিএনএফের বর্তমান প্রধানের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ব্যারিস্টার নাজমুল হুদা দলে নেই। তিনি প্রাথমিক সদস্যও নন। তিনি দল বিলুপ্তির ঘোষণা দিতে পারেন না।