নাজমুল হুদার নতুন দল তৃণমূল বিএনপি

20/11/2015 2:42 pmViews: 3
নাজমুল হুদার নতুন দল তৃণমূল বিএনপি

 

নতুন দল ‘তৃণমূল বিএনপি’ গঠন করেছেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ নতুন দলের নাম ঘোষণা করেন তিনি। দলের প্রতীক ঘোষণা করা হয়েছে ধানের ছড়া।

অনুষ্ঠানে নাজমুল হুদা বলেন, বিএনপিকে ভাঙার জন্য নয়, তৃণমূলে যে অহেলিত নেতাকর্মীরা রয়েছেন তাদের ফিরিয়ে আনতে আমার এ উদ্যোগ। আমি চাই দেশে সুষ্ঠু ধারার গণতন্ত্র ফিরে আসুক।

তিনি বলেন, গত সংসদ নির্বাচনে বিএনপি অংশ ‍না নেয়া এবং তৃণমূল নেতাকর্মীদের অবহেলা করায় তারা আজ বিচ্ছিন্ন। দেশে আজ আইনের শ‍াসন নেই। দেশে স‍ুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এ নতুন দল গঠন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দল গঠনে সরকার যদি সহযোগিতা করে তাকে স্বাগত জানবো। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে এ দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে তৃণমূলের কোনো উল্লেখ্যযোগ্য নেতাকর্মী উপস্থিত ছিল না।

Leave a Reply