নাইজেরিয়ায় সমলিঙ্গ বিয়ে নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ক্ষোভ

14/01/2014 10:40 pmViews: 4
নাইজেরিয়ায় সমলিঙ্গ বিয়ে নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ক্ষোভ ডেস্ক : নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন দেশটিতে সমলিঙ্গ বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ সংক্রান্ত আইনে তিনি স্বাক্ষরও করেছেন। এর ফলে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির লোকজন আর সমলিঙ্গের বিয়ে করতে পারবেন না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা সিএনএন এ খবর প্রকাশ করেছে।নাইজেরিয়ার এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার এর কড়া সমালোচনা করে বলেন, সমলিঙ্গের বিয়ে নিষিদ্ধের এই আইনের পেছনে নাইজেরিয়ানদের সমাবেশ, স্বাধীনভাবে মতপ্রকাশ করার অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। মানুষের যে কোনো স্থানে স্বাধীনভাবে ও সমঅধিকার নিয়ে বসবাসের অধিকার আছে। তারা কোথায় থাকবে, কে তাকে ভালবাসবে সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না।

নাইজেরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত সামাত্থা পাওয়ার এই আইনের সমালোচনা করে একে মানবাধিকারের ওপর বড় ধরনের হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন।

বৃটিশের ঔপনিবেশকাল থেকেই আফ্রিকার অধিকাংশ দেশে সমলিঙ্গের যৌন আচরণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে দেশগুলোতে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ডের বিধান রয়েছে।

বিশ্বের অনেক দেশেই সমলিঙ্গের বিয়ে বৈধ। যার অধিকাংশই ইউরোপের। সমলিঙ্গের বিয়েকে প্রথম আইনি স্বীকৃতি দেয় নেদারল্যান্ড ২০০১ সালে। এরপর ক্রমান্বয়ে বেলজিয়াম, স্পেন, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, পর্তুগাল, ডেনমার্ক এবং ফ্রান্স অনুমোদন দেয়। এ বছর যুক্তরাজ্য ও ওয়ালস এই বিয়েকে স্বীকৃতি দিয়েছে। আর্জেন্টিনা, উরুগুয়ে, কানাডা, ব্রাজিল, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো অ-ইউরোপীয় দেশেও এই ব্যবস্থা আছে। সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কিছু অংশেও।

Leave a Reply