নাইজেরিয়ায় বোকো হারামের ৭৪ সদস্য নিহত
নাইজেরিয়ায় সেনা অভিযানে বোকো হারামের ৭৪ সন্দেহভাজন সদস্য নিহত হয়েছে।দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বিয়য়টি নিশ্চিত করেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবারের এ অভিযানে বোকো হারামের চিহ্নিত শিবিরগুলো ধ্বংস হয়ে গেছে। ইসলামি রাষ্ট্র গড়ার প্রত্যয়ে লড়াইকারী সংগঠন বোকো হারামের মূল লক্ষ্য হচ্ছে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে নাইজেরিয়াকে ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ার চেষ্টা চালাচ্ছে সংগঠনটি