নাইকোর সঙ্গে চুক্তি বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
নাইকোর সঙ্গে চুক্তি বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
কানাডাভিত্তিক কোম্পানি নাইকোর সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) যৌথ চুক্তি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন।
পাশাপাশি পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনা-বেচার চুক্তিও বাতিল ঘোষণা করেছেন উচ্চ আদালত।