নাইকোর মামলায় ৩০ নভেম্বর আত্মসমর্পণ করবেন খালেদা

17/11/2015 3:38 pmViews: 7
নাইকোর মামলায় ৩০ নভেম্বর আত্মসমর্পণ করবেন খালেদা

 

দেশে ফিরলে নাইকো দুর্নীতি মামলায় আগামী ৩০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি দেশে ফিরে ৩০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করবেন।

গত ১৮ জুন খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। যেখানে বলা হয়, রায়ের নথি বিচারিক আদালতে পৌঁছার ২ মাসের মধ্যে বেগম জিয়াকে আত্মসমর্পণ করতে হবে।

গত ৫ নভেম্বর নথি পৌঁছায় বিচারিক আদালতে। বিগত তত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা হয়। যেখানে বলা হয়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম জিয়া ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করেছেন ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা। এর পরের বছর খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় দুদক।

Leave a Reply