নর্থ সাউথ ও আইইউবি বন্ধ ঘোষণা

13/09/2015 4:56 pmViews: 6
নর্থ সাউথ ও আইইউবি বন্ধ ঘোষণা

 

শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীর বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার বারিধারায় সড়ক অবরোধ করে  ইউনিভার্সিটি দু’টির শিক্ষার্থীদের বিক্ষোভের চলাকালে এ ঘোষণা করা হয়।

আইইউবি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রথমে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভ্যাটবিরোধী আন্দোলনের সূচনা করে। যা পরবর্তীতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে।

Leave a Reply