নরসিংদীর মনোহরদীর ৩ ইউপিতেই নৌকার ভরাডুবি
নরসিংদীর মনোহরদীর ৩ ইউপিতেই নৌকার ভরাডুবি
অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর মনোহরদীতে তিন ইউনিয়নের নৌকার ভরাডুবি হয়েছে। ইউনিয়ন তিনটি হলো- খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুর। বিজয়ী হন আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী। বিজয়ীরা হলেন- মাহবুবুর রহমান দুলাল, কাউসার রশিদ বিপ্লব ও আনিস উদ্দিন শাহীন। তিনটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয় হয়েছে। সবকটিতে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৫ জুন) রাত আটটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ।
ফলাফলে খিদিরপুর ইউনিয়নে অটোরিকসা প্রতীকে কাউসার রশিদ বিপ্লব ২৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো. মাহবুবুর রহমান জামিল পেয়েছেন ২৩৮৯ ভোট। কৃষ্ণপুর ইউনিয়নে আনারস প্রতীকে এ বি এম মাহবুবুর রহমান দুলাল বি,এসসি ৫৪৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে এমদাদুল হক আকন্দ পেয়েছেন ৩৪১১ ভোট।
চরমান্দালিয়া ইউনিয়নে আনারস প্রতীকে আনিছ উদ্দিন শাহিন ৩০৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আবদুল কাদির ভোট পেয়েছেন ২৫০০। আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থীদের পরাজয়ের বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা ছিল এবং বিএনপির অনেক নেতাকর্মীরা ইন্ধন দিয়েছে এই কারণে এটার পরাজয়। এ ছাড়াও এ বিষয়ে জেলা সভাপতি প্রতিবেদন দিবে।
এ দিকে নৌকা প্রার্থীর পরাজয়ের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ভোটাররা বলেন, অযোগ্য প্রার্থী, তৃণমূল নেতাকর্মীদের অবজ্ঞা অবহেলা ও প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্তই ওই এলাকার নৌকার ভরাডুবির অন্যতম কারণ।
চলে বিকেল ৪টা পর্যন্ত। বিরতিহীন ভোটগ্রহণে ভোটারদের মাঝে ছিলো আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা। তবে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় ভোটাররা তাদের ভোটারাধিকার কম সময়ে সহজেই প্রয়োগ করতে পেরেছেন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বুধবার রাতে বেসরকারিভাবে নির্বাচিত বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী মাহবুবুর রহমান দুলাল বি,এসসি ও আনিস উদ্দিন শাহীনকে দল থেকে বহিষ্কার করা হয়।