নয়শ বছরের পুরনো মমি এবং দেয়াল লিখন!
সম্প্রতি সুদানে ৭টি মমি এবং তাদের রাখা গুহার গায়ে সে সময়ের লেখা দুর্লভ দেয়াল লিখন পাওয়া গেছে। এসব মমির আনুমানিক বয়স প্রায় নয়শ বছর।
ধারণা করা হচ্ছে, সদ্য আবিষ্কৃত মমি করা ৭টি মৃতদেহ Makuria রাজবংশের অত্যন্ত শক্তিশালী ধর্মীয় নেতাদের মরদেহ। এসব মমি যেখানে রাখা আছে ঐ গুহার দেয়ালে লিখা আছে সেই সময়ের এসব মমির জীবন বৃত্তান্ত এবং প্রেক্ষাপটের বর্ণনা। এসব লেখা সম্ভবত প্রাচীন গ্রীক ভাষায় লেখা।
মমির বিষয়ে Warsaw বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Adam Łajtar বলেন, এসব মমি এবং সমাধি যে সময়ের ঐ সময়টি ছিল অনেক বর্বর একটি সময় তখন ক্ষমতার জন্য জাতিতে জাতিতে চলত ভয়ংকর লড়াই। সমাধিতে পাওয়া ৭ জনের কারোর বয়স ৪০ এর কম ছিলনা সেই হিসেবে তাঁরা সকলেই ছিলেন বয়স্ক।