নববর্ষে মঙ্গল শোভাযাত্রা করবে আ.লীগ
ঢাকা: বাংলা শুভ নববর্ষ ১৪২১ বঙ্গাব্দ বরণ উপলক্ষে আগামী ১ বৈশাখ সোমবার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ বৈশাখ সকাল ৭টায় ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত নববর্ষ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
এছাড়াও ১ বৈশাখ নববর্ষ বরণ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সকল শাখা সংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এদিকে দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়নে দলের নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
অপরদিকে ১ বৈশাখ পালন উপলক্ষে আজ বর্ধিত সভা করেছে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)। সভায় ১ বৈশাখ ভোর ৬ টায় শিখা চিরন্তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবে আসাফো। বেলা সাড়ে ১০টায় আওয়ামী লীগ আয়োজিত র্যালীতে অংশ নেবে সংগঠনটি। আসাফোর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরজু খান এক বার্তায় গণমাধ্যমে এ তথ্য জানান।