নদীতে পড়ে বিমানের সব যাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা, ১৭ অক্টোবর : লাওসে নদীতে বিমান পড়ে ৪৪ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। বুধবার বিকেলে মেকং নদীতে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়। লাওসের প্রতিবেশি থাইল্যান্ডের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনের সংবাদ সংস্থা সিনওয়া, লাও এয়ারলাইন্সের একটি ফ্লাইট লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় মেকং নদীতে পড়ে যায়।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ১৬টায় রাজধানী থেকে উড্ডয়ন করে বিমানটি। অবতরণ স্থল পাকসে বিমানবন্দর থেকে ৮ কিলোমিটার দূরে দুর্ঘটনা পড়ে বিমানটি।
পাকসে বিমান বন্দরে অবতরণের আগে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ব্যাংকক পোস্ট।
ভিয়েনতিয়েনস্থ দূতাবাসের বরাত দিয়ে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেক ওয়ান্নামেথি বলেছেন, বিমানে ৩৯ জন যাত্রী ও ৫ জন নাবিক ছিলেন। থাইল্যান্ডের টেলিভিশনে দেখানো ছবিতে দেখা গেছে, লাওসের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানটি নদীতে অর্ধ ডুবন্ত।