নতুন সূর্যের আলোয় আলোকিত হয়ে আলোর পথে যাত্রা শুরু হয়েছে

15/10/2015 4:47 pmViews: 30

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি | প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৫

নতুন নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের দুঃখের রজনী শেষ হয়েছে। নতুন সূর্যের আলোয় আলোকিত হয়ে আলোর পথে যাত্রা শুরু হয়েছে। এ যাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা একগুচ্ছ সদ্য প্রস্ফুটিত ফুল পেয়েছি। আপনারা আমাদেরই লোক। অনেকদিন আপনারা বঞ্চিত ছিলেন, এখন আর ভাববেন না আপনাদের কেউ নেই। আপনাদের আর কেউ ছিটমহলবাসী বলবে না।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় প্রস্তাবিত শেখ হাসিনা বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক সুধীসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখানে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ধরনের সুবিধা দেয়া হবে।

পরে তিনি এক সুধী সমাবেশে বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি আমার মাম বাবা ভাই, ফুফা ও ১০ বছরের ভাইসহ ১৮ জনকে খুনিরা নির্মমভাবে হত্যা করে। আমি পরিবারের সবাইকে হারিয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি আপনাদের চিরজীবন সেবা করে যেতে চাই। আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করতে পারি।

শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় নিয়ে কেউ আলোচনা করেনি। আওয়ামী লীগের আগে আরো অনেক সরকার ক্ষমতায় ছিল। কিন্তু আওযামী লীগ এ নিয়ে আলোচনা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০০৯ সালে সরকার গঠন করি। এরপর সরকার ছিটমহল সমস্যার সমাধানের পদক্ষেপ নেয়। ওই সময় ভারতের কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। তাদের পর মোদি সরকার ক্ষমতায় আসে। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর আমরা আবার আলাপ আলোচনা শুরু করি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদ্য বিলুপ্ত দাশিয়াছড়া ছিটমহলে সকাল ১১টায় পৌঁছান। এরপর সকাল ১১টা ১০ মিনিটে বিলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ উদ্বোধন করেন।

কুড়িগ্রাম, নীলফামারি ও পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার (ফুলবাড়ি, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় ও ডিমলা) সদ্য বিলুপ্ত ছিটমহলের মানুষগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হলেন।

বৃহস্পতিবার সকালে দীর্ঘ ৬৮ বছর অন্ধকারাচ্ছন্ন ১১১টি বিলুপ্ত ছিটমহলে ২৫৬২ টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এসময় তিনি ৫ টি পরিবারেরর মধ্যে সোলার বক্স বিতরণ করেন।

Leave a Reply