নতুন মন্ত্রীসভা গঠনে ক্যামেরনের ব্যস্ততা
নতুন মন্ত্রীসভা গঠনে ক্যামেরনের ব্যস্ততা
বৃটিশ জনগণের ভোটে পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যদের নিয়ে মন্ত্রীসভা গঠনের বিষয়টি চূড়ান্ত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হওয়ার পর ক্যামেরন বেশ খোশমেজাজেই রয়েছেন। কারণ, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবেন, এমনটা তার কাছেও ছিল অপ্রত্যাশিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রধানমন্ত্রী এরই মধ্যে চ্যান্সেলর হিসেবে জর্জ অসবর্নকে পুনঃনিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তিনি ফার্স্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে নিয়োগ পেয়েছেন। টেরেসা মে স্বরাষ্ট্রমন্ত্রী, ফিলিপ হ্যামন্ড পররাষ্ট্রমন্ত্রী এবং মাইকেল ফ্যালন প্রতিরক্ষামন্ত্রী থাকছেন। জোট ভেঙে এককভাবে কনজারভেটিভ পার্টি সরকার গঠন করবে। ফলে, জোটভুক্ত লিবারেল ডেমোক্র্যাটস দলের মন্ত্রীর আসনগুলোতে নিয়োগ পাবেন কনজারভেটিভ পার্লামেন্ট সদস্যরা। তাই মন্ত্রীসভা গঠনে সপ্তাহান্তে বেশ ব্যস্ততার মধ্যেই কাটাতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। গতকাল চূড়ান্ত ভোট-গণনায় ৩৩১টি আসন পায় ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। সংখ্যাগরিষ্ঠার জন্য প্রয়োজন ছিল ৩২৬ আসনের। ১৯৯২ সালের পর এতো বড় জয়ের ঘটনা এটাই প্রথম। বিরোধী দলগুলোর নেতা এড মিলিব্যান্ড, নিক ক্লেগ এবং নাইজেল ফ্যারাজ নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ করেছেন।