নতুন মন্ত্রিসভার শপথ রবিবার

10/01/2014 7:12 pmViews: 7

 

 

রবিবার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এখনো পুরনো কেবিনেট বহাল আছে। যেই মুহূর্তে নতুন কেবিনেট শপথ গ্রহণ করবে তখনই তারা দায়িত্বে চলে আসবেন। তাছাড়াও আগামী সপ্তাহের শুরুতেই নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবে।

এদিকে সকালে একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।

বুধবার ২৯০টি সংসদীয় আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট মুদ্রণের জন্য বিজি প্রেসে পাঠায় নির্বাচন কমিশন। সন্ধ্যায় মুদ্রিত গেজেট নির্বাচন কমিশনে এসে পৌঁছে। গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আর এই শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসার কথা সংবিধানে বলা হয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হন। বুধবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর সন্ধ্যায় তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রংপুর-৬ আসনটি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত জানান এবং তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

প্রসঙ্গত, একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৭টিতে ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮টি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। সবমিলে ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৩২টি আসন। জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫ এবং জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন ও বিএনএফ ১টি করে আসন পেয়েছে। ১৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

Leave a Reply