নতুন মন্ত্রিসভার শপথ আজ

12/01/2014 7:31 amViews: 4

 

ঢাকা: নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে  আজ রোববার বেলা সাড়ে তিনটায়। রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রীদের শপথ পড়াবেন।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া।

তিনি জানান, এবার মন্ত্রিসভায় মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপমন্ত্রীও থাকবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার আকারসহ দপ্তর বণ্টনের বিষয়ে সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী এবং বিকেলে রাষ্ট্রপতি তা অনুমোদন করেছেন।

সচিব জানান, শপথ অনুষ্ঠানে এক হাজারের বেশি অতিথি থাকবেন। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও দাওয়াত দেয়া হয়েছে।

মোশাররাফ জানান, নতুন মন্ত্রিসভা শপথ নেয়ার সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়েছে বলে গণ্য করা হবে। বর্তমান উপদেষ্টাদেরও রোববারই অব্যাহতি দেওয়া হবে। নতুন মন্ত্রিসভার বৈঠক হবে পরে সপ্তাহ থেকে।

Leave a Reply