নতুন বিশ্বরেকর্ড চুম্বক মানবয়ের

30/12/2013 9:16 pmViews: 6

jakia..spooneনতুন বিশ্বরেকর্ড গড়লেন `চুম্বক মানব`। শরীরে একসঙ্গে ৫৩টা চামচ আটকে নিজের রেকর্ড নিজেই ‍ভাঙলেন চুম্বক মানব ইতিবার ইচেয়েভ।জর্জিয়ার কিক বক্সিং কোচ ইতিবার নিজের পিঠে ও বুকে ৫৩টা চামচ আটকে রাখলেন। এর আগে ২০১১ সালে ৪১ বছরের ইতিবার নিজের গায়ে ৫০টা চামচ আটকে দুনিয়াকে চমকে দিয়েছিলেন।তবে চুম্বক মানুষ এখানেই থেমে থাকতে নারাজ। গায়ে ৫৩টা চামচ ঝুলিয়ে ইতিবার বললেন, এবার আমি শরীর দিয়ে প্লেনকে এগিয়ে নিয়ে দেখাবো। তারপর কিছুদিনর মধ্যেই খালি ট্রেনও লাইন ধরে এগিয়ে নিয়ে যাব।

Leave a Reply