নতুন বিজ্ঞাপনে হাসিন

26/05/2015 8:20 pmViews: 8
নতুন বিজ্ঞাপনে হাসিন

 

 ২৬ মে, ২০১৫

প্রসাধনী পণ্য ভিটের বিজ্ঞাপনে মডেল হিসেবে পারফর্ম করার পর বিজ্ঞাপনের বাজারে নতুন করে আলোচনায় আসেন হাসিন রওশন। নাটকে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও তার ব্যস্ততা বেড়েছে। প্রস্তাব পেয়েছেন বেশ কয়েকটি কাজের। তবে একটু মানসম্পন্ন বিজ্ঞাপনে কাজের অপেক্ষায় ছিলেন হাসিন। সম্প্রতি তার ইচ্ছার প্রতিফলন ঘটেছে। নাট্যনির্মাতা ওয়াহিদ আনামের প্রথম বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। গতকাল সাভারে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে। আজ রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিতেও বিজ্ঞাপনটির শুটিং শেষ হবে। নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে হাসিন বলেন, ‘বিজ্ঞাপনের গল্প বেশ ভালো লেগেছে। এতে নতুন কিছু চমক আছে যা দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা ওয়াহিদ আনাম বলেন, ‘আমার প্রথম বিজ্ঞাপনে হাসিনকে মডেল হিসেবে নেয়ার একটাই কারণ, আমি যে গল্প নিয়ে কাজ করছি তাতে হাসিনের বিকল্প কাউকেই ভাবতে পারিনি। তার কাজে আমি খুব খুশি। আশাকরি দর্শক নতুন এক হাসিনকে দেখবেন।’ আসছে ঈদের আগেই বিজ্ঞাপনটি দেশের সবকটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

Leave a Reply