নতুন বছরে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের আহবান সৈয়দ আশরাফের

12/04/2014 9:52 pmViews: 6

নতুন বছরে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের আহবান সৈয়দ আশরাফের
ঢাকা : বাংলা শুভ নববর্ষ ১৪২১ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সকল সঙ্কীর্ণতা ভেদাভেদ ভুলে আসুন, মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ বাস্তবায়নে জেগে উঠি। দিন বদলের সংগ্রামে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি।

দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আশরাফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে সূচিত উন্নয়নের ধারা বেগবান হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে নবজাগরণ সৃষ্টি করি। গড়ে তুলি বাঙালি জাতির আলোকজ্জ্বল ভবিষ্যৎ।

নতুন বছরে আমাদের অঙ্গিকার হোক, যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন ও সুশাসন প্রতিষ্ঠা করে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের সংগ্রামকে সার্থকরূপে বাস্তবায়ন করা।

Leave a Reply