নতুন বছরে জিএসপি সুবিধা ফিরে পাবে বাংলাদেশ- বাণিজ্যমন্ত্রী

28/11/2015 7:39 pmViews: 5
নতুন বছরে জিএসপি সুবিধা ফিরে পাবে বাংলাদেশ- বাণিজ্যমন্ত্রী

 

চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নতুন বছরের শুরুতেই পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা ফিরে পাবে বাংলাদেশ।

শনিবার সকালে নগরীর হালিশহর আবাহনী মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, অন্যায়ভাবেই বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। রানা প্লাজা দুর্ঘটনার পর আমাদের চাইতে অনেক খারাপ অবস্থায় থাকা তৈরি পোশাক রপ্তানিকারক দেশের জিএসপি সুবিধা অব্যাহত থাকলেও, বাংলাদেশের সুবিধা বন্ধ করা হয়। তখনই আমরা বুঝেছিলাম এর পেছনে রাজনৈতিক কারণ আছে। কিন্তু আগামী বছরের শুরুতেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে। কংগ্রেসের মিটিং হলেই তা সম্ভব হবে।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের কপালে কলঙ্কের টিকা ছিল, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বর্তমান সরকার সেটা দূর করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে কেউ যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতো না।

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী ব্যারষ্টিার আনিসুল ইসলাম মাহমুদ সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন এমপি, চিটাগাং উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, মেলা কমিটির আহবায়ক আমিনুজ্জামান ভুঁইয়া, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএ মাহবুব চেৌধুরী।

আগামী ১ ডিসেম্বর থেকে মেলা শুরু হবে । প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। প্যাভিলিয়ন, প্রিমিয়াম প্যাভিলিয়ন, স্ট্যান্ডার্ড প্যাভিলিয়নসহ মোট ৮৪টি স্টল থাকছে।

Leave a Reply