নতুন প্রস্তাব দিয়ে লাভ হবে না : তোফায়েল আহমেদ

25/01/2017 1:20 pmViews: 10
নতুন প্রস্তাব দিয়ে লাভ হবে না : তোফায়েল আহমেদ
 
নতুন প্রস্তাব দিয়ে লাভ হবে না : তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির উদ্দেশে বলেছেন, নতুন কোনো প্রস্তাব দিয়ে লাভ হবে না। বর্তমান সরকারের অধীনে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউট ড. শহীদুল্লাহ কলেজ আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসটি পালনে সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বকশীবাজারের নবকুমার ইনস্টিটিউশনে শহীদ মতিউরের স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
প্রসঙ্গত, বায়ান্নর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তির সনদ ৬ দফা, পরবর্তীতে ১১ দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথ বেয়ে রক্তাক্ত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা।
আলোচনা সভায় তোফায়েল আহমেদ আরো বলেন, ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রপতি। এখন সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন তিনি।
তিনি বলেন, ওই কমিশনের মাধ্যমেই ২০১৯-এ আগামী নির্বাচন হবে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে তিনি বলেন, কোনো চক্রান্ত করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সুজলা-সুফলা সোনার বাংলা বাস্তবায়নের কাজ করছেন তারই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৬ সালের ৬-দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সে অপচেষ্টা সফল হয়নি। নতুন প্রজন্ম এখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। নবকুমার ইনস্টিটিউট ও ড. শহীদুল্লাহ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবকুমার ইনস্টিটিউট ও ড. শহীদুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম।

Leave a Reply