নতুন ডিজাইন নিয়ে ব্যস্ত শাবনূর

11/02/2014 4:23 pmViews: 9

 

 

Shabnoor Hotসামনেই দুটি উৎসব। ভালোবাসা দিবস এবং বৈশাখ। আর এ দুটি উৎসবকে কেন্দ্র করে নতুন নতুন সব ডিজাইন নিয়ে আসছেন অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস ‘গ্লার্মগার্ল ডিজাইনার ক্রিয়েশনর্স এন্ড  জুয়েলারি’। দেশীয় প্রায় সবগুলো উৎসবকে কেন্দ্র করেই এক্সক্লুসিভ সব ডিজাইনের চিন্তা করেন প্রতিষ্ঠানটির সিইও এবং ফ্যাশন ডিজাইনার শাবনূর আহমেদ। বর্তমানে প্রতিটি মুহুর্তই  ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাকে। এবারের বৈশাখ উপলক্ষে মেয়েদের অনেক  গুলো নতুন ডিজাইন নিয়ে আসছেন। এর মধ্যে রয়েছে- শাড়ি, সেলোয়ার কামিজ, কুর্তিসহ বৈশাখের এক্সক্লুসিভ কিছু ডিজাইন। এমনটাই জানালেন শাবনূর। বললেন, যেদিন থেকে আমি ভার্সিটিতে পা রাখি সেদিন থেকেই আমি স্বপ্ন দেখি একজন বড়  ডিজাইনার হওয়ার। কাজের সাথে সাথে এখন স্বপ্নটাও অনেক বড় হয়েছে। বাংলাদেশে অনলাইন শপিংয়ের প্রসারেই আমার কাজের মাধ্যম হিসেবে ব্যাবহার করছি এবং এই অনলাইন প্রযুক্তির মাধ্যমেই  এগিয়ে যেতে চাই। যখন ডিজাইন করি তখন সব সময় আমি প্রাধান্য দেই আমার দেশের  কৃষ্টিকালচারকে। একজন ডিজাইনার হিসেবে আমি মনে করি; যেকোন উৎসবকে তার সিমা বজায় রেখে সৌন্দর্যের  মাধ্যমে পরিবেশন  করাই একজন ডিজাইনারের সফলতা। সামনইে বাঙালীর সব চেয়ে বড় উৎসব বৈশাখ। বৈশাখের কাজ নিয়েই এখন ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এবারের বৈশাখে অনেক গুলো  নতুন নতুন ডিজাইনের কাজ করছি। তার ডিজাইন করা পোশাকের মধ্যে রয়েছে-শাড়ি, সেলোয়ার কামিজ, কুর্তি, ফতোয়াসহ মেয়েদের সব ধরনের পোশাক।

Leave a Reply