নতুন চমক: অন্তবর্তীকালীন সরকার প্রধান হবেন না শেখ হাসিনা!!

25/10/2013 7:11 pmViews: 30

p1নতুন চমক দেখাতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। অন্তবর্তীকালীন সরকার প্রধান প্রশ্নে ছাড় দেবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে অন্তবর্তীকালীন সরকার প্রধান পদে শেখ হাসিনাকে বাদ দিয়েই শনিবারের মধ্যে বিরোধী দলগুলিকে প্রস্তাবিত সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকারে যোগ দেবার আহ্বান জানিয়ে ফোন করতে যাচ্ছেন শেখ হাসিনা।

এক্ষেত্রে রাষ্ট্রপতি আবদুল হামিদ কিংবা স্পিকার শিরিন শারমিনকে অন্তবর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

প্রধানমন্ত্রী নিজে সরকার প্রধান হিসাবে থাকলে সে নির্বাচনকে কোনো ভাবেই গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করা যাবে না আর সে নির্বাচনে প্রধান বিরোধীদল সহ বেশীর ভাগ রাজনৈতিক দলই অংশগ্রহন করবে না। এমনটাই মনে করছে আওয়ামী লীগ এবং সরকারের উচ্চ পর্যায়।

এদিকে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন দলটির হাতে সময়ও খুব বেশী নেই বলেই মনে করছে দলীয় প্রধান সহ দলের নীতি নির্ধারকরা। আর তাই বিরোধীদলের ডাকা ৬০ ঘন্টার হরতাল শুরুর আগেই বিরোধী দলগুলিকে এই প্রস্তাব দেবার কথা চিন্তা করছে দলটির নীতি নির্ধারকরা।

Leave a Reply