নতুন কি–বোর্ড মাউস

06/05/2015 6:15 pmViews: 6

নতুন কি–বোর্ড মাউস

.কম্পিউটার গেম খেলা ও গ্রাফিকস ডিজাইনের কাজ করার উপযোগী লজিটেক এমকে ৩৪৫ কি-বোর্ড-মাউস বাজারে এসেছে। নান্দনিক নকশা আর টেকসই কাঠামোর এই কি-বোর্ড ও মাউস তারহীন প্রযুক্তির হওয়ায় ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে সহজেই যুক্ত করা যায়। মাউসটি ১০ মিটার দূর থেকেও কাজ করে। কম্পিউটার সোর্সের আনা এই কি-বোর্ড ও মাউসের দাম ৩ হাজার ৩০০ টাকা। বিজ্ঞপ্তি

Leave a Reply