নতুন এমপিদের গেজেট নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ে
ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানাসহ তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশন সচিবালয়ে গেজেটের কপি পৌঁছার পর তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে নতুন এমপিদের শপথ নেয়ার কথা।
৩০০ আসনের মধ্যে ২৯০টির সাংসদদের গেজেট প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গেজেটে প্রকাশিত সাংসদদের নামের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের ২২৯ জন, জাতীয় পার্টির ৩৩ জন, ওয়ার্কার্স পার্টির ৬ জন, জাসদের ৫ জন, জেপির (মঞ্জু) ১ জন, বিএনএফের ১ জন, তরিকত ফেডারেশনের ১ জন ও স্বতন্ত্র ১৪ জন।
সূত্র জানায়, ভোট গ্রহণ না হওয়ায় আটটি এবং যশোর-১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি আফিল উদ্দিন ও যশোর-২ আসনে ভোটে নির্বাচিত মনিরুল ইসলামকে আচরণবিধি লঙ্ঘনের কারণে গেজেট থেকে বাদ দেয়া হয়েছে।
তবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। কখন জানাবে সে বিষয়টিও জানাতে চায়নি কমিশন।
এর আগে সকালে নবনির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানাসহ তালিকা গেজেট আকারে প্রকাশের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট (বিজি) প্রেসে পাঠানো হয়।
সূত্র জানায়, বুধবার ভোর পাঁচটা পর্যন্ত ইসি সচিব ড. মো. সাদিকসহ অন্য কর্মকর্তারা এ তালিকা চূড়ান্ত করেন। এই গেজেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫২ ও ৫ জানুয়ারি ভোটে নির্বাচিত ১৩৮ জন প্রার্থীর তালিকা রয়েছে।
সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে ভোটের কত দিন পর গেজেট হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
নবম সংসদের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত রয়েছে। এ সংসদ বহাল অবস্থায় গেজেট হলে শপথের পর একই আসনে দুজন সংসদ সদস্য থাকার মতো ঘটনা ঘটবে। তবে ইসির প্রস্তুতি থাকলেও সরকারের সিদ্ধান্তের ওপরই গেজেট প্রকাশের বিষয়টি নির্ভর করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।