নতুন উচ্চতায় কোহলি
নয়া দিল্লি: ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় নতুন রেকর্ড গড়লেন ভারতের তারকা খেলোয়াড় বিরাট কোহলি। দ্রুত ১৫টি সেঞ্চুরির করার তালিকায় এখন সবার উপরেই আছেন তিনি। নিজের ১০৯তম ম্যাচে দ্রুত ১৫টি সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়লেন কোহলি।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ছয় উইকেটে জিতেছে ভারত। এই সফরের ভারপ্রাপ্ত দলপতি কোহলির অধিনায়কোচিত ইনিংসে সহজ জয় পায় টিম ইন্ডিয়া। ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ১০৮ বলে ১১৫ রানের নান্দনিক এক ইনিংস খেলেন কোহলি। এই নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। সেই সাথে রেকর্ড বইয়ে নতুন রেকর্ডেরও জন্ম দিলেন কোহলি।
দ্রুত ১৫টি সেঞ্চুরি করার তালিকায় এখন সবার উপরেই আছেন কোহলি। নিজের ১০৯তম ম্যাচেই ১৫তম শতকের স্বাদ পেলেন তিনি। পাকিস্তানের সাবেক খেলোয়াড় সাইদ আনোয়ারকে সরিয়ে এই রেকর্ডের মালিক হন কোহলি। ১৪৩ ম্যাচে ১৫তম সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন আনোয়ার। এবার সেই রেকর্ডের মালিক কোহলি।
ওয়ানডে ক্রিকেটে যে গতিতে এগোচ্ছেন তাতে অনেক রেকর্ড ভেঙ্গে নিজের করে নিতে পারেন কোহলি। এখন পর্যন্ত ১০৯টি ওয়ানডে ম্যাচে ৪৯ দশমিক ৩৭ গড়ে ৪,৪৯৩ রান করেছেন ২৪ বছর বয়সী কোহলি।
ওয়ানডে ক্রিকেটে দ্রুত ১৫টি সেঞ্চুরি স্পর্শ করা খেলোয়াড়
খেলোয়াড় ম্যাচ
বিরাট কোহলি ১০৯
সাইদ আনোয়ার ১৪৩
সৌরভ গাঙ্গুলী ১৪৪
ক্রিস গেইল ১৪৭
হার্সেল গিবস ১৬১
ডেসমন্ড হেইন্স ১৬৬
রিকি পন্টিং ১৮০
শচিন টেন্ডুলকার ১৮২