নকলে সহয়তায় ৭ মাদ্রাসা শিক্ষকের কারাদন্ড নিজস্ব প্রতিবেদক, খুলনা:

10/02/2014 4:16 pmViews: 4

 

প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষায় নকল করতে সহয়তার অপরাধে খুলনার পাইকগাছা উপজেলার হাবিব নগর এমকেডিএস ফাজিল মাদ্রাসার ৭ মাদ্রাসা শিক্ষকসহ ৮ জনকে করাদন্ডসহ অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দিন পাবলিক পরীক্ষা অপরাধ ১৯৮০ এর ধারা ৯ (ক) অনুযায়ী এই দন্ড প্রদান করেন। একই সঙ্গে কেন্দ্রটি পরিবর্তন করে পাইকগাছা উপজেলা সদরে স্থানান্তর করা হয়েছে।দন্ড প্রাপ্তদের মধ্যে ৪ শিক্ষক মোঃ আব্দুল করিম, মাওলানা অহিদুজ্জামান, মাওলাানা জিয়াদ আলী ও মাওলানা আনোয়ার হোসেনকে দুই বছর করে কারাদন্ড প্রদান করা হয়। এ ছাড়া ওই কেন্দ্র সচিব মাওলানা সাইফুল্লাহ, হল সুপার মাওলানা আমিন উদ্দিন, শিক্ষক মাওলানা রেজাউল করিম ও দপ্তরি রাজ্জাক আলীকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।জানা যায়, পাইকগাছা উপজেলার হাবিব নগর এমকেডিএস ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আজ পরীক্সা চলাকালে পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীদের নকল করতে সহয়তা করতে শিক্ষকদের হাতে নাতে ধরে ফেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দিন। এসময় কেন্দ্রের সচিব ও হল সুপারসহ ৮জনকে গ্রপ্তোর করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা দেয়া হয়। ওই কেন্দ্রে ১১টি মাদ্রাসার ২১৬ জন পরীক্ষার্থী কেন্দ্রটিতে পরীক্ষা দিচ্ছিলো।

Leave a Reply