নওয়াজ শরিফ আজীবনের জন্য অযোগ্য
নওয়াজ শরিফ আজীবনের জন্য অযোগ্য
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত এই রায় দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পানামা পেপারস কেলেঙ্কারির জেরে গত বছরের জুলাইয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। রায়ের পর নওয়াজ শরিফ পদত্যাগ করেন।
গত বছর রায়ের পর নওয়াজ শরিফের সব শেষ হয়ে যাচ্ছে না বলে মন্তব্য করেছিলেন তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ। তিনি বলেছিলেন, নওয়াজ শরিফের জন্য ২০১৮ সালে আরও বড় বিজয়ের দুয়ার খুলে দিল। তিনি অপ্রতিরোধ্য হবেন।
রাষ্ট্রীয় পদে ৬৭ বছর বয়সী নওয়াজ শরিফের অযোগ্যতা আজীবনের জন্য, নাকি নির্দিষ্ট কোনো সময়ের জন্য, সে বিষয়ে একধরনের অস্পষ্টতা ছিল। কিন্তু আজ দেশটির সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, তাতে নওয়াজ শরিফের ক্ষমতায় ফেরার আশা সারা জীবনের জন্য শেষ হয়ে গেল।
পাকিস্তানের দ্য ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের আজকের রায়টি ঐতিহাসিক। এই রায় দেশটির রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দেবে।
দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে আজকের রায়টি দিয়েছেন।
রায়ে আদালত বলেছেন, নওয়াজ শরিফ নির্বাচনে অংশগ্রহণ বা পার্লামেন্টের সদস্য হতে পারবেন না।
রায় ঘোষণার আগে প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার বলেন, দেশের জনগণ ভালো চরিত্রের নেতা পাওয়ার দাবিদার।