নওগাঁয় সেপটিক ট্যাংকে গ্যাসের ক্রিয়ায় ৪ জনের মৃত্যু
নওগাঁয় সেপটিক ট্যাংকে গ্যাসের ক্রিয়ায় ৪ জনের মৃত্যু
৭ জুলাই ২০১৫, মঙ্গলবার
নওগাঁয় এক বাড়ির সেপটিক ট্যাংকে নেমে গ্যাসের ক্রিয়ায় চার জন মারা গেছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার গোয়ালী গ্রামে তয়েজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নির্মাণ শ্রমিক, তয়েজের এক ছেলে ও তাদের দুই প্রতিবেশী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। জানা গেছে, ট্যাংকের ঢালাইয়ের শাটার খুলতে এক শ্রমিক সকালে ভেতরে নামেন। তিনি উঠে না আসায় তাকে উদ্ধারে একে একে বাকিরাও নেমে গ্যাসের ক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।