নওগাঁয় জমি নিয়ে বিরোধে শিশুসহ নিহত ২

22/06/2015 3:01 pmViews: 5
নওগাঁয় জমি নিয়ে বিরোধে শিশুসহ নিহত ২

 ২২ জুন, ২০১৫

জেলার পত্নীতলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

সোমবার সকাল ১১টার দিকে আকবরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মিঠু উড়াও (১২) এবং বেলাল হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকবারপুর গ্রামের আব্দুল মতিন পাশের একটি বিবাদমান জমি দখল করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন তাতে বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে আব্দুল মতিনের লোকজনের গুলিতে মিঠু উড়াও ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হন আরও অন্তত ১০ জন। এদের হাসপাতালে নেয়ার পথে বেলাল নামে আরও এক জন মারা যান।

সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply