ধোনির কাণ্ড : পরাজয়ের গ্লানিতে রাতে না খেয়েই থাকলো ভারতীয় দল

19/06/2015 11:52 amViews: 6
ধোনির কাণ্ড : পরাজয়ের গ্লানিতে রাতে না খেয়েই থাকলো ভারতীয় দল

 ১৯ জুন, ২০১৫

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তরুণ পেসার মোস্তাফিজকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনা ক্রিকেটে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পরাজয়ের গ্লানিতে টিম ইন্ডিয়ার নৈশভোজ না সেরে স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার ঘটনাটিও দৃষ্টিকটু হিসেবে দেখা দিয়েছে।

ভারতীয় ইনিংসের পঁচিশতম ওভারে মোস্তাফিজকে ধোনির ধাক্কা দেওয়ার ঘটনাটি ঘটে। ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমানেরি ওভারের দ্বিতীয় বলে ধোনি এক রান নিতে যান। দৌড়নোর সময় আচমকাই মুস্তাফিজুরকে ধাক্কা দিয়ে বসেন ধোনি। যে কারনে ওভার শেষ না করতে পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মুস্তাফিজুরকে। পরে ফিরে এলেও বিতর্ক আটকানো যায়নি। সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া হয়। বাংলাদেশ জনতা বলতে থাকে, ধোনির মতো এক ক্রিকেট ব্যক্তিত্ব কী করে এটা করতে পারলেন? অনেকে বলতে থাকেন, ধোনির উপর শ্রদ্ধাটাই চলে গেল।

ধোনি অবশ্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাফাই গেয়ে বলেছেন, শর্টকার্ট রাস্তায় রান নেয়ার জন্যই তিনি দৌড় দিয়েছিলেন। এতে ধাক্কা লেগে যায়।বাংলাদেশের সাথে ওয়ানডেতে ধোনির পারফর্মেন্স ছিলো যাচ্ছে তাই বাজে।

টিম ইন্ডিয়া এতটাই হতাশ হয়ে পড়ে ম্যাচ নিয়ে যে, তারা অভুক্ত থেকেই মাঠ ছাড়ে। স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য নৈশভোজের যাবতীয় ব্যবস্থা ছিল। জানা গেছে, স্টেডিয়াম ছেড়ে হোটেলে ফিরেও রাতে তাঁরা অভুক্ত থেকে গিয়েছেন। ম্যাচ হেরে না খেয়ে অভুক্ত থাকার এমন ঘটনা ক্রিকেট ইতিহাসের নতুন নজির।

Leave a Reply