‘ধুম থ্রি’-এর ধামাকা
ঢাকা: গত ২০ ডিসেম্বর মুক্তি পেল ‘ধুম থ্রি’ ছবিটি। মুক্তির পর থেকেই বক্স অফিসে ধামাকা করে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী দারুণ ব্যবসা করছে এটি। সারা বিশ্বের প্রায় ৫ হাজার ২ শত প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুম থ্রি’।
মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী আয় করে ২৯৪ কোটি ২৬ লক্ষ রুপি। শুধু ভারতেই আয় করে ১৮৯ কোটি রুপি। যা এ যাবত্কালে প্রথম সপ্তাহে কোনো বলিউডি ছবির সর্বাধিক আয়।
ভারতের বক্স অফিসের আয়ে এখনও শাহরুখের রেকর্ড ভাঙতে না পারলেও খুব বেশি দূরে নেই আমির খান। আর শত কোটি আয় করতে পারলেই টপকে যাওয়া যাবে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’কে। তবে আমির খানের গন্তব্য ৩০০ কোটি রুপিরও বেশি।
উল্লেখ্য, বলিউড বক্স অফিসে ৫০০ কোটি রুপি আয় করে ‘কৃষ থ্রি’ প্রথম অবস্থানে রয়েছে। এর পরের অবস্থানটিই ‘চেন্নাই এক্সপ্রেস’-এর।