ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৫
সাভার সংবাদদাতা : ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের জয়পুরা নামক স্থানে একটি ট্রাক ও দুটি বাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে এবং ৫ জন হাসপাতালে মারা গেছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
নিহতরা হলেন- এসবি লিংক পরিবহনের গাড়িচালক কোরবান আলী (৪৯), ধামরাই এলাকার দিলার বেগম (২৮), আব্দুল জলিল (৫৮), মমতাজ (৫৫), আসলাম মিয়া (৪৮), মোকছেদ আলী (৪২), আওলাদ (৪৫) ও আশুলিয়ার নবীন হকের ছেলে মনজু মিয়া (৫০)।
দুর্ঘটনায় আহত কাওয়ালীপাড়া গ্রামের নুরজাহান ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সারত অবস্থায় জানান, বাসটির চালককে ধুমপান করতে নিষেধ করায় চালক আমাদের উপর ক্ষিপ্ত হয়ে বেপরোয় গতিতে বাস চালাতে শুরু করে। যাত্রীরা তাকে বার বার ধীরে চালানোর জন্য অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। এছাড়াও দুর্ঘটনার সময় আগে তিনি মোবাইল ফোনেও বলছিলেন। পরে আমাদের গাড়ীটি ধামরাইয়ের জয়পুর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা এসবি লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা ডি-লিংক পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনাকবলিত বাস দুটির উপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ, ফায়ার সর্ভিস ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পথে ও চিকিত্সাধীন অবস্থায় আরো ৫ জন মারা যান। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ বাস যাত্রী। আহতদের মধ্যে ১১ জনকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪ জনকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ধামারাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক সৌর্মিষ্ঠা জানান, চিকিত্সাধীন অবস্থায় আওলাদ নামের এ ব্যাক্তি তাদের হাসপাতালে মারা গেছে। এছাড়াও আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয়পাশে শত শত যান আটকা পড়ে।
ধামরাই থানার ওসি আব্দুর রশিদ দুর্ঘটনায় ৮ যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে মহাসড়কে যানচলাচল স্বভাবিক হয়েছে বলে তিনি জানান।